নির্বাচন কমিশনের ৪৬৮ পদে চাকরির পরীক্ষার সূচি প্রকাশ

 নির্বাচন কমিশনের ৪৬৮ পদে চাকরির পরীক্ষার সূচি প্রকাশ



নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর পদের চাকরির পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। ডাটা এন্ট্রি অপারেটর পদে ৪৬৮ জন নেবে নির্বাচন কমিশন। পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি। ওই দিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে পরীক্ষা।

রাজধানীর ছয়টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা। কেন্দ্রগুলো হলো—শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, আগারগাঁও, ঢাকা; বিসিআইসি কলেজ, চিড়িয়াখানা রোড, মিরপুর, ঢাকা; সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, গজনবী রোড, কলেজ গেট, মোহাম্মদপুর, ঢাকা; ঢাকা কলেজ, ঢাকা; ইডেন মহিলা কলেজ, আজিমপুর, ঢাকা; গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স (পূর্বের গার্হস্থ্য অর্থনীতি [হোম ইকোনোমিক্স] কলেজ), আজিমপুর, ঢাকা।


পরীক্ষাসংক্রান্ত নির্দেশাবলি হলো—


*লিখিত পরীক্ষার প্রবেশপত্র http://ecs.teletalk.com.bd ওয়েবসাইট হতে ডাউনলোড করা যাবে। সংশ্লিষ্ট প্রার্থীকে User ID এবং Password ব্যবহার করে প্রবেশপত্র Download–পূর্বক রঙিন Print করে নিতে হবে;

*লিখিত পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষার দিন অবশ্যই সঙ্গে আনতে হবে। কারণ যা–ই হোক না কেন, প্রবেশপত্র ব্যতীত কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না;

*পরীক্ষার্থীকে নিজ নিজ জাতীয় পরিচয়পত্রের মূলকপি অবশ্যই সঙ্গে আনতে হবে;

*নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট পূর্বে আসন গ্রহণ করতে হবে এবং পরীক্ষা শুরুর পর কোনো প্রার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী পরীক্ষা কক্ষ ত্যাগ করতে পারবে না;

*ব্যাগ, বইপত্র, মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর ও ইলেকট্রনিক কার্ড/ডিডাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ;

*হাজিরা তালিকা এবং উত্তরপত্রে পরীক্ষার্থীর স্বাক্ষর আবেদনপত্রের স্বাক্ষরের অনুরূপ হতে হবে;

*পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও অসদাচরণের কারণে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে বহিষ্কার করা হবে। প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে; এবং

*পরীক্ষাসংক্রান্ত তথ্য, আসনবিন্যাস ও ফলাফল নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে (www.ecs.gov.bd) পাওয়া যাবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Below Post Ad