‘পুষ্পা ২’ এবার ঘরে বসেই দেখা যাবে

 ‘পুষ্পা ২’ এবার ঘরে বসেই দেখা যাবে


গত ৫ ডিসেম্বর মুক্তির পরই বক্স অফিসে ঝড় তোলে সুকুমারের সিনেমা ‘পুষ্পা ২’। মুক্তির প্রায় দুই মাস হতে চলল, এর মধ্যেই অনেক রেকর্ড ওলট–পালট করে দিয়েছে সিনেমাটি। এবার ঘোষণা এল ছবিটি ওটিটিতে মুক্তির। 

খবর টাইমস অব ইন্ডিয়ার ৫ ডিসেম্বর মুক্তির পর প্রথম সপ্তাহেই বক্স অফিসে ৭৭২ কোটি রুপি আয় করে ‘পুষ্পা ২’। এ পর্যন্ত প্রেক্ষাগৃহ থেকে ১ হাজার ৭০০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।

নতুন খবর, বহুল প্রতীক্ষিত এই সিনেমা আসছে ওটিটিতে। আগামীকাল ৩০ জানুয়ারি থেকে ‘পুষ্পা ২’ দেখা যাবে নেটফ্লিক্সে। তবে শুরুতে ছবিটির হিন্দি সংস্করণ মুক্তি পাবে। আগামীকাল থেকে ছবিটি কেবল তেলেগু, তামিল, মালয়ালম ও কন্নড় ভাষায় দেখা যাবে।

প্রথম কিস্তির মতো দ্বিতীয়টিও দর্শক–সমালোচকেরা পছন্দ করেছেন। মূলত দুর্দান্ত অ্যাকশন, পারিবারিক আবেগ আর ভরপুর বিনোদনের জন্য ছবিটি পছন্দ করেছেন দর্শকেরা।

মুক্তির প্রায় দেড় মাস পর প্রেক্ষাগৃহে আসে ‘পুষ্পা ২’–এর বর্ধিত সংস্করণ। এতে ২০ মিনিটের বাড়তি ফুটেজ যোগ করা হয়। তবে ওটিটিতে কোন সংস্করণ মুক্তি পাবে, জানা যায়নি।

‘পুষ্পা’–এর প্রথম কিস্তিতে দেখানো হয়েছিল পুষ্পার উত্থান, এবার দেখানো হয়েছে তার দাপট। যথারীতি পুষ্পা চরিত্রে অভিনয় করেছেন আল্লু অর্জুন। এ ছাড়াও দেখা গেছে রাশমিকা মান্দানা, ফাহাদ ফাসিলকে।

‘পুষ্পা ২’ ছবিতেই এটির তৃতীয় কিস্তির আভাস দেওয়া হয়েছে। সমালোচকেরা মনে করছেন, তৃতীয় কিস্তির প্রেক্ষাপট হবে জাপান। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Below Post Ad