‘পুষ্পা ২’ এবার ঘরে বসেই দেখা যাবে
নতুন খবর, বহুল প্রতীক্ষিত এই সিনেমা আসছে ওটিটিতে। আগামীকাল ৩০ জানুয়ারি থেকে ‘পুষ্পা ২’ দেখা যাবে নেটফ্লিক্সে। তবে শুরুতে ছবিটির হিন্দি সংস্করণ মুক্তি পাবে। আগামীকাল থেকে ছবিটি কেবল তেলেগু, তামিল, মালয়ালম ও কন্নড় ভাষায় দেখা যাবে।
প্রথম কিস্তির মতো দ্বিতীয়টিও দর্শক–সমালোচকেরা পছন্দ করেছেন। মূলত দুর্দান্ত অ্যাকশন, পারিবারিক আবেগ আর ভরপুর বিনোদনের জন্য ছবিটি পছন্দ করেছেন দর্শকেরা।
মুক্তির প্রায় দেড় মাস পর প্রেক্ষাগৃহে আসে ‘পুষ্পা ২’–এর বর্ধিত সংস্করণ। এতে ২০ মিনিটের বাড়তি ফুটেজ যোগ করা হয়। তবে ওটিটিতে কোন সংস্করণ মুক্তি পাবে, জানা যায়নি।
‘পুষ্পা’–এর প্রথম কিস্তিতে দেখানো হয়েছিল পুষ্পার উত্থান, এবার দেখানো হয়েছে তার দাপট। যথারীতি পুষ্পা চরিত্রে অভিনয় করেছেন আল্লু অর্জুন। এ ছাড়াও দেখা গেছে রাশমিকা মান্দানা, ফাহাদ ফাসিলকে।
‘পুষ্পা ২’ ছবিতেই এটির তৃতীয় কিস্তির আভাস দেওয়া হয়েছে। সমালোচকেরা মনে করছেন, তৃতীয় কিস্তির প্রেক্ষাপট হবে জাপান। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।